‘ইসকন নিষিদ্ধে’ প্রয়োজনে শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের

২৯ নভেম্বর ২০২৪, ০৯:২১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
বায়তুল মোকাররমের সামনে হেফাজতে ইসলামের সমাবেশ।

বায়তুল মোকাররমের সামনে হেফাজতে ইসলামের সমাবেশ। © টিডিসি ফটো

ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ইসকন নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে রাজধানীর শাপলা চত্বরে বড় সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা এ হুঁশিয়ারি দেন।

সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন—হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, মুসলিমরা ৮০০ বছর ভারতবর্ষ শাসন করেছে। যদি আমরা সে সময় হিন্দুদের ওপর নির্যাতন চালাতাম, তা হলে আজ ভারতবর্ষে একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যেত না। অথচ ইতিহাস সাক্ষী, সেই শাসনকালেও হিন্দু-মুসলমানের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় ছিল।

আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থীরা যে সুখ পাচ্ছেন, তা বিকৃত সুখ: তসলিমা নাসরিন

তিনি বলেন, আমার দেশের ফ্যাসিবাদী সরকার যখন হিন্দুস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তখনই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা নাটক তৈরি করে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ কাজের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা।

হিন্দু সম্প্রদায়ের মানুষকে সব ধরনের নিরাপত্তা দেবে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা জানিয়ে হেফাজতের নেতারা জানান, তবে তাঁরা যেন ইসকনের সঙ্গে কোনো আপস না করে। হিন্দুত্ব আর ইসকন এক নয় বলেও এ সময় দাবি করেন হেফাজত নেতারা।

হেফাজতের ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে সুপরিকল্পিত একটি সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর পাঁয়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুধু বর্বরই নয়; বরং একটি ঘৃণ্য হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেন এই হেফাজত নেতা।

নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9