আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে ধৈর্য ধরার আহ্বান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ PM
চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি এই ঘটনার যথাযথ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। একই সঙ্গে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে চট্টগ্রামসহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন।
এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।