ঢাবিতে দুধ দিয়ে গোসল করলেন ৩৫ আন্দোলনের আহ্বায়ক শুভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৪১ PM
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩২ বছর করার গেজেট প্রকাশ করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে অভিনবভাবে আন্দোলন থেকে বিদায় নিয়েছেন ৩৫ আন্দোলনের নেতা শরিফুল হাসান শুভ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এক ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে দুধ দিয়ে গোসল করে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন তিনি।
শরিফুল হাসান শুভ বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছে। বর্তমান সরকার রাজপথের এই আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশের প্রেক্ষিতে ৩৫-এর একটি সুপারিশ কমিটি গঠন করে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে ১৮ নভেম্বর সরকার ৩২-এর গেজেট প্রকাশ করেছে, যা শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এই অর্জনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং দুধ দিয়ে গোসল করে আমি আন্দোলন থেকে বিদায় নিলাম।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে সোমবার (১৮ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হয়েছে।
এটি কার্যকর করার জন্য সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন। এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। সরকারি চাকরির আওতার বাইরে থাকা অন্যান্য পদেও এই বয়সসীমা প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিদ্যমান নিয়োগ বিধিমালা বহাল থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজনে কোনো অস্পষ্টতা দূর করতে সরকার গেজেটে প্রজ্ঞাপন জারি করে পদক্ষেপ গ্রহণ করতে পারবে।