বাংলাদেশ যুব অধিকার পরিষদ

আন্দোলনের মুখে পালানো হাসিনার পদত্যাগের প্রয়োজন নেই

২২ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM

© সংগৃহীত

আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পদত্যাগের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে মশাল মিছিল করেন তারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। 

সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, শেখ হাসিনা পদত্যাগপত্র দিক বা না দিক, তাতে কী আসে যায়? যিনি গণ-আন্দোলনের মুখে পালিয়ে গেছেন, তার পদত্যাগের কিছু নেই। আওয়ামী লীগ বাংলাদেশে যে অপরাধ করেছে, এ জন্য তাদের রাজনীতির কোনো অধিকার নেই। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ভোটের রাজনীতির জন্য কোনো দল আওয়ামী লীগকে ক্ষমা করলেও জনগণ আওয়ামী লীগকে কোনো ক্ষমা করবে না।

অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ব্যর্থ মন্তব্য করে রাশেদ খান বলেন, একজন ৩-৪টি মন্ত্রণালয় চালান। হযবরল অবস্থা। কোন মন্ত্রণালয় ছেড়ে কোন মন্ত্রণালয় সামলাবে? সুতরাং উপদেষ্টা পরিষদের পরিধি বাড়াতে হবে। আন্দোলনে অংশগ্রহণকারী সব পক্ষকে নিয়ে এর পরিধি বাড়াতে হবে।... আমরা চাই, উপদেষ্টা পরিষদের পরিধি ২১ থেকে বাড়িয়ে ৫১ করা হোক রাজনৈতিক অভিজ্ঞদের সমন্বয়ে।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগের নিয়োগ করা আমলারা এখনো প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছেন। আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতিকে রেখে ছাত্র-জনতার অর্জিত বিজয় সুরক্ষিত নয়। রাষ্ট্রপতির গতকালের বক্তব্যের পর আজকে চট্টগ্রামে ছাত্রলীগ–যুবলীগ হামলা চালিয়েছে। ঢাকার গুলিস্তানে ছাত্রলীগ মিছিল করেছে। এগুলো স্বাভাবিক বিষয় নয়। এগুলো গভীর ষড়যন্ত্রের অংশ। প্রতিবিপ্লব মোকাবিলায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, যুব অধিকার পরিষদের সহসভাপতি হোসাইন নুর, শাকিল আহমেদ তিয়াস, মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর হিরণ , উত্তরের সভাপতি মামুন শেখ প্রমুখ।

আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9