৪৩তম বিসিএসের নিয়োগ বাতিল চায় বিএনপি, তিনটির নতুন পরীক্ষা দাবি

৪৩তম বিসিএস নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপির
৪৩তম বিসিএস নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপির  © সংগৃহীত

৪৩তম বিসিএসে ঢালাও নিয়োগের মাধ্যমে নিষিদ্ধের দাবি ওঠা ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ। তিনি বলেছেন, ৪৩ তম বিসিএস নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

তিনি বলেন, ৪৩তম বিসিএসে যথাযথ প্রক্রিয়া না মেনে এদের নিয়োগ দেওয়া হয়েছে। যার বেশিরভাগ ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্তর্বর্তীকালীন সরকারকে এই নিয়োগ দ্রুত বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।

আরও পড়ুন: পণ্যের দাম বাড়ার পেছনে চাঁদাবাজি সিন্ডিকেট: উপদেষ্টা আসিফ

এছাড়াও ৪৪, ৪৫ ও ৪৬ বিসিএসের যে কার্যক্রমগুলো সম্পূর্ণ হয়েছে সেগুলো স্থগিত করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান তিনি।


সর্বশেষ সংবাদ