অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

১১ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার লালমোহনে নিজ বাসা সংলগ্ন রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মোসা. জান্নাত বেগম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে নিজ বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত বেগম উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অহিউদ্দিনের মেয়ে।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে বাড়িতে খেলছিল শিশু জান্নাত বেগম। এ সময় খেলার ছলে দৌড়ে রাস্তার ওপর চলে যায়। তখন দ্রুত গতির একটি অটোরিকশা শিশু জান্নাতকে সজোরে ধাক্কা দেয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে চিকিৎসার জন্য প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জান্নাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। ভোলা সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাতকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পদ্মা নদীর পানিতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

এ বিষয়ে লালমোহন থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage