চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করে এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি

০৪ অক্টোবর ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ছবি

ছবি © টিডিসি

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করে এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ নামে একটি সংগঠন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিষদের মুখপাত্র মুজাম্মেল মিয়াজী ও প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন। 

বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদের মুখপাত্র মুজাম্মেল মিয়াজী বলেন, ‘দীর্ঘ ১২ বছর যাবত থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ নিয়ে আন্দোলন চলছে। কথা দিয়েও যৌক্তিক এই আন্দোলন মেনে না নিয়ে বিগত স্বৈরাচার ও অবৈধ সরকার প্রায় ৩০ লাখ ছাত্রের সাথে প্রতারণা করেছে। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। বর্তমান সরকার বিপ্লবী সরকার (অন্তর্বর্তীকালীন) সরকার। একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। তার মানে এই সরকার জনগণের সরকার। তাই এই সরকার থেকে আমরা দীর্ঘ দিন ঝুলিয়ে থাকা ৩৫ আন্দোলনের সফলতা কামনা করে দ্রুতই প্রজ্ঞাপন চাচ্ছি। যা এক সপ্তাহের মধ্যেই সম্ভব বলে আমরা মনে করি।’

আবেদনের বয়সসীমা বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে তিনি বলেন,  ‘বিশ্বের উন্নয়নশীল এবং উন্নত ১৬২ টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫,৪০,৪৫,৫৯ এবং অনেকে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা নেই। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা অবশ্যক বলে আমরা মনে করি। বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি পেয়েছে। যেমন যখন গড় আয়ু ছিল ৫৭ তখন চাকরিতে আবেদনের বয়সসীমা ছিল ২৭। যখন গড় আয়ু ছিল ৬০ তখন চাকরিতে আবেদনের বয়সসীমা হয়েছে ৩০। বর্তমান গড় আয়ু ৭২ সেই হিসাবে চাকরিতে আবেদনের বয়সসীমা হওয়া দরকার ৪০ কিন্তু আমরা ন্যূনতম ৩৫ চেয়েছি।’

বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন বলেন, ‘বর্তমানে সেশনজট সামান্য কমলেও বিগত দিনে এর পরিমাণ ছিল ভয়াবহ। সেশনজটের কারণে যাদের জীবন থেকে ৬-৭ বছর হারিয়ে গেছে তাঁদের ক্ষতিপূরণ কি হবে? তাই চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৫ বছর বাড়ানো জরুরি। পিএইচডি করতে গিয়ে অনেক মেধাবী শিক্ষার্থী দেশে ফিরে আসেন কারণ তখন তাঁর আবেদনের বয়সসীমা অলরেডি পার হয়ে গিয়েছি। এতে করে দেশে হাজার মেধার পাচার হয়ে যাচ্ছে। তাই দেশের মেধাবীদের দেশে রাখতে হলে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৫ থেকে ১০ বৃদ্ধি করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘সরকার উদ্যোক্তা হওয়ার কথা বলছে। একটি ছেলে যখন অনার্স পাশ করার পর তাঁর বয়স দাঁড়ায় ২৬-২৭ বছর তখন সে চাকরির জন্য পড়ার টেবিলে বসে পড়ে কারণ তার কাছে আছে মাত্র ২-৩ বছর। এরপর রাষ্ট্র তাঁকে মেয়াদহীন ঘোষণা করে দিবে। তাঁর সার্টিফিকেটের কোন দামই থাকবেনা।’

আরও পড়ুন: সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষকদের

মেয়েদের বিষয়ে তিনি বলেন, ‘মেয়েদের ক্ষেত্রে তো আরো বড় সমস্যা। একটি মেয়ে অনার্স পাশ করার পর বিয়ে হয়ে যায়। তখন তাঁর সংসার গুছাতে এবং সন্তান হলে শিশু সন্তানকে লালন পালন করতে ৭-৮ বছর শেষ হয়ে যায়। তাঁর তখন চাকরিতে আবেদনের মেয়াদ নেই। এইভাবে রাষ্ট্র অনেক মেধাবী বোনদের ডেট এক্সপায়ার করে দিচ্ছে যাহা রাষ্ট্র ধ্বংসের শামিল।সকল যৌক্তিকতার সহিত এবং লক্ষ লক্ষ মেধা রক্ষার জন্য চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শর্ত সাপেক্ষে বৃদ্ধি করা সময়ের দাবি।’

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক দাবিটি গুরুত্ব দিয়ে এবং কোন প্রকার গড়িমসি না করে আগামী ১ সপ্তাহের মধ্যে মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করার আবেদন জানান।

বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক ক…
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার সন্দেহভাজন আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
ফের বিশ্বসেরা ১০ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ডুয়েটের সাবেক শিক্…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9