হাসপাতালে একা নারীকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
আজহার উদ্দিন রাব্বি

আজহার উদ্দিন রাব্বি © সংগৃহীত

হাসপাতালের ইসিজি রুমের টেকনিশিয়ান এক নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন ছাত্রলীগ নেতা। ঘটনার জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষসহ স্থানীয় জনতা ওই ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দেন। নোয়াখালীতে জাপান-বাংলাদেশ হাসপাতালে এই ঘটনা। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম আজহার উদ্দিন রাব্বি। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারী অজ্ঞান হয়ে পড়েন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনার এক পর্যায়ে সদরের সুধারাম থানা পুলিশ এসে রাব্বিকে উদ্ধার করে। জানা যায়, ভুক্তভোগী ওই নারী জাপান-বাংলাদেশ হাসপাতালে দীর্ঘদিন ধরে ইসিজি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সন্ধ্যায় রাব্বি তার এক বন্ধুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। সেখানে রাব্বি নিজেকে হাসপাতালের সাবেক মার্কেটিং বিভাগের লোক বলে পরিচয় দেন।

ভুক্তভোগী নারী জানান, হাসপাতালের সাবেক মার্কেটিং বিভাগের লোক বলে পরিচয় দেয়ায় রাব্বির সঙ্গে তিনি সম্মানের সঙ্গে কথা বলেন। কিন্তু ইসিজি রুমে যখন কোনো লোকজন ছিল না, তখন রাব্বিকে বের হয়ে যেতে বললে রাব্বি বের না হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন। নিজেকে বাঁচাতে নানা চেষ্টার এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। ততক্ষণে হাসপাতালের অন্য কর্মচারীরা বিষয়টি টের পান। ঘটনা বাইরে জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত রাব্বিকে ‍পিটুনি দেয়। 

পরে সুধারাম থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাব্বিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। তবে ভুক্তভোগী ওই নারী প্রথমে মামলা করবেন বললেও পরে আর মামলা করেননি।

থানার মাধ্যমে সমঝোতা করেছেন। ফলে মুচলেকা নিয়ে অভিযুক্ত রাব্বিকে ছেড়ে দেওয়া হয়েছে। জাপান-বাংলাদেশ হাসপাতালের পরিচালক শামীম বলেন, ‘আমরা বিষয়টি জানার পর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। কিন্তু ভুক্তভোগী নিজের পরবর্তী নিরাপত্তার কথা ভেবে মামলা করেননি। বিষয়টি থানার ওসির মাধ্যমে সমাধান করেছেন।’

কেন কোনো আইনি ব্যবস্থান নেননি, এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগী নারী বলেন, ‘আমাকে সহযোগিতা করার মতো বাপ-ভাই কেউ নেই। এই চাকরি দিয়ে আমার পরিবার চলে। মামলা করতে গিয়ে যদি ঝামেলায় পড়ি বা পরবর্তীতে আরো ঝামেলা নেমে আসে, এ জন্য থানার মাধ্যমে সমঝোতা করেছি।’ এ ঘটনায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান ওই ভুক্তভোগী।

জানা যায়, অভিযুক্ত আজহার উদ্দিন রাব্বি সুবর্ণচর উপজেলার ৫ নম্বর চর জুবলী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি-ডাকাতিসহ নানা অপকর্মের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে এক ডাক্তার দম্পতির বাসায় চুরির মামলায় ২ মাসের বেশি সময় কারাভোগ করেন এ ছাত্রলীগ নেতা। কারাগার থেকে বেরিয়ে সুবর্ণচর ছেড়ে জেলা শহর মাইজদীতে ওঠেন রাব্বি। মাইজদী এসে স্থানীয় পৌর মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেলের আশ্রয়-প্রশ্রয়ে আবারও অপরাধে বেপরোয়া হয়ে ওঠেন। 

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আজহার উদ্দিন রাব্বি জানান, তাকে ব্ল্যাকমেইল করার জন্য পরিকল্পিতভাবে ওই নারী ও হাসপাতাল কর্তৃপক্ষ এগুলো করেছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে ছাড়া পান তিনি।

ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9