মালিবাগে পুলিশের গাড়িতে আগুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১১:৩৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের একটি দল রওনা দিয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় মালিবাগ ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পুলিশের গাড়ি জ্বলতে দেখেন তারা। গাড়ির বানেট খোলা ছিল। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে পুলিশের গাড়িতে আগুন লেগেছে। আগুন লাগার ফলে গাড়ির ভেতর এবং সামনের অংশ দাউ দাউ করে জ্বলছে।