লক্ষ্মীপুর ও নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি

২৬ আগস্ট ২০২৪, ০৮:১১ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
পানির নিচে তলিয়ে আছে চলাচলের সড়কও। ডুবে আছে বসত বাড়িও।

পানির নিচে তলিয়ে আছে চলাচলের সড়কও। ডুবে আছে বসত বাড়িও। © টিডিসি ফটো

দেশে বন্যাকবলিত ১১ জেলার মধ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুরে সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে। পানি কমতে শুরু করেছে বাকি নয় জেলায়। বেশির ভাগ নদ-নদীর পানি গতকালও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে—নতুন কোনো জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী—মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত বন্যায় ১১ জেলার ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫২ লাখ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। 

গতকাল দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান জানান, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। নতুন করে কোনো জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। তিনি জানান, এবারের আকস্মিক বন্যায় ১১ জেলার ৭৩ উপজেলার ৫৪৫টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরও পড়ুন: বানের পানিতে তলিয়েছে লক্ষ্মীপুরের ৫ উপজেলা, পানিবন্দি ৬ লাখ মানুষ

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে—ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। 

তবে কোনো কোনো স্থানে স্থিতিশীল থাকতে পারে। এদিকে সরকারের পক্ষ থেকে ১১ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির কথা বলা হলেও নোয়াখালী ও লক্ষ্মীপুরে অবনতির খবর পাওয়া গেছে। নোয়াখালী জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রফিকুল ইসলাম গণমাধ্যমে জানান—শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মাইজদীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এ বৃষ্টি আজও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। জেলা শহর মাইজদী, চাটখিল ও সেনবাগের অনেক এলাকা এখনো পানিতে নিমজ্জিত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা। 

আরও পড়ুন: বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ১১ লাখ গ্রাহক

গতকাল বিকালে স্থানীয়রা জানান, এখনো ফেনী জেলার বন্যার পানি প্রবেশ করায় নোয়াখালীর নতুন নতুন অনেক এলাকা প্লাবিত হচ্ছে। নোয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে—এবারের বন্যায় বিভিন্ন উপজেলার ২০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান বলেন, ফেনীর বেশির ভাগ পানি নোয়াখালী হয়েই মেঘনা নদীতে নেমে যাচ্ছে। ফলে কিছু পানি সেনবাগসহ আশপাশের উপজেলায় ঢুকে পড়েছে। এতে পানি তুলনামূলক বেড়েছে। তবে বৃষ্টি কমে গেলে পানি সরতে শুরু করবে।

এদিকে নোয়াখালী জেলার পানি প্রবেশ করায় লক্ষ্মীপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এছাড়া শনিবার রাতভর বৃষ্টি হওয়ার কারণেও জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান—প্রায় সাড়ে সাত লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে। এর মধ্যে পাঁচটি উপজেলায় ১৩ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া সম্ভব হয়েছে।

পলকের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ
  • ১২ জানুয়ারি ২০২৬
৩ কারণে ভারতে বাংলাদেশের খেলা ঝুঁকি, জানাল আইসিসি
  • ১২ জানুয়ারি ২০২৬
রংপুরের হ্যাটট্রিক পরাজয়ে দুইয়ে উঠল সিলেট
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন বেশি জামায়াতে
  • ১২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে মোস্তাফিজ থাকলে ঝুঁকি বাড়বে, বিসিবিকে আইসিসি
  • ১২ জানুয়ারি ২০২৬
শেরপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9