ঢাবি ক্যাম্পাসে লাশ নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ০৬:৫৮ PM
রাজধানীর শাহবাগ-টিএসসি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের দিকে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছেন। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে শহীদ মিনারের দিকে গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবি ক্যাম্পাস থেকে তিনটি লাশ নিয়ে শাহবাগ থানার সামনে যাওয়ার পর বিক্ষোভকারীরা থানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় আন্দোলনকারীদের ধাওয়া দেয়া হয়। এসময় গুলি, টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে শহীদ মিনারের দিকে গেছে বলেও জানিয়েছেন তারা। শাহবাগ থানার মধ্য থেকে গুলি করা হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।
তারা আরও জানান, শাহবাগ-টিএসসি এলাকায় পুলিশ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের সধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে।।