কোটা সংস্কার আন্দোলনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৪, ০৭:৫০ PM
কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষে নিহতের ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে কমিশনের দায়িত্ব দিয়ে কমিশন গঠনের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিশনকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সরকারের এক তথ্যবিরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এ কমিশন গঠন করা হয়েছে।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানান, প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানকে বিচার বিভাগীয় কমিটির দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তাব তৈরি করা হয়েছে। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে বিশ্বাস করেন আইনমন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে পিতৃতুল্য নাগরিক হিসেবে সহিংসতা বন্ধ করা, আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করার জন্য আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান আইনমন্ত্রী।