পদযাত্রার সমর্থনে ঢাবি অভিমূখে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিল

ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহবান ও ২৪ ঘণ্টার মধ্যে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণ-পদযাত্রার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা দিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। 

দু’শতাধিক শিক্ষার্থী প্রথমে কলেজের মূল ফটকে অবস্থান নেন। এরপর বিক্ষোভ মিছিল সহযোগে শিক্ষার্থীরা প্রথমে সাইন্সল্যাবে যান। এরপর নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে যাবেন বলে জানিয়েছেন তারা। মিছিলে শিক্ষার্থীরা আগের মতো কোটা বৈষম্য বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। 

বিক্ষোভ মিছিলের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পাদক নাজমুল হাসান বলেন, টানা ৯ দিন ধরে আমরা এক দফা দাবিতে কর্মসূচি পালন করে আসছি। প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ, আপনারা আমাদের বাধা দেবেন না।

আরো পড়ুন: আজ পদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা

গতকাল (শনিবার) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে কোটা পদ্ধতি সংস্কারে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence