মিল্টনের আশ্রম থেকে উদ্ধার হওয়া সেলিমের কিডনি অক্ষত: চিকিৎসক

মো. সেলিম মিয়া
মো. সেলিম মিয়া  © সংগৃহীত

আলোচিত মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার হওয়া মো. সেলিম মিয়া (৪৫) এর দুটি কিডনিই অক্ষত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (১১ মে) বিকেলে সেলিমকে ময়মনসিংহ নিয়ে যান তার পরিবার। পরে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের প্রান্ত ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করার পর রাতে রিপোর্ট দেখেন মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দ হাসানুল ইসলাম আকাশ। 

এ ব্যাপারে ডা. আকাশ বলেন, শরীরে দুইটি কিডনিই অক্ষত রয়েছে। শরীরের যে জায়গাটিতে কাটা-ছেঁড়ার দাগ রয়েছে সেই জায়গা দিয়েই সাধারণত অস্ত্রোপচার করা হয়। সেজন্য মূলত সন্দেহ তৈরি হয়েছিল।

সম্প্রতি মানসিক ভারসাম্যহীন সেলিম মিয়াকে (৪৩) মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার থেকে পেট কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা আশ্রয়দাতারা অস্ত্রোপচার করে সেলিমের কিডনি নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরিবারের লোকজন শনিবার (১১ মে) ময়মনসিংহের বেসরকারি রাজধানী ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। 

জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের দিনমজুর হাসিম উদ্দিনের মানসিক ভারসাম্যহীন ছেলে সেলিম গত পাঁচ মাস পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হন। বাবার অভাব-অনটনের সংসারে তাকে খুঁজে পাওয়ার মতো আর্থিক কোনো সঙ্গতি তাদের নেই। সম্প্রতি মিল্টন সমাদ্দারের ভয়ংকর প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ চুরির মতো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় দেশব্যাপী এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। আর ঠিক সেই মুহূর্তে সেলিমের স্বজনরা ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিমের ছবি চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে দেখতে পেয়ে মা-বাবাসহ তার স্বজনরা ব্যাকুল হয়ে ওঠে। গত ৭ মে সেলিমের মা রাবিয়া, চাচাতো ভাই গ্রাম পুলিশ আব্দুর রশিদ সেলিমের সন্ধানে ঢাকা চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে গিয়ে তাকে চিনতে পারে। পরে থানা পুলিশের সহায়তায় সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, এমন একটি খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। সেই সাথে পরিবারের লোকজনকে তার চিকিৎসা ও কিছু পরীক্ষার করার জন্য বলে দেওয়া হয়েছিল। জানতে পারলাম চিকিৎসক তার কিডনি অক্ষত আছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence