সুমনের অনুষ্ঠানে আইফোন হারিয়ে তাসরিফ— আমার সবকিছু গেল!

তাসরিফ খান
তাসরিফ খান  © সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সমাবেশে গিয়ে আইফোন হারিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাসরিফ খান। গত শনিবার (৩ ফেব্রুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে এ ঘটনা ঘটে। সেখানে শুধু তাশরিফ নয়, মোবাইল হারিয়েছেন কনসার্ট দেখতে আসা আরও ৮ থেকে ১০ জন শ্রোতা। ফোনটি হারানোয় যে বিশাল ক্ষতি হয়েছ তা জানিয়েছেন তাসরিফ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তাসরিফ। 

পোস্টে তিনি লেখেন, ‘যে আমার পকেট থেকে ফোনটা নিয়ে গেল, সে জানেও না আমার কত বড় ক্ষতি করলো! আমার কোনো ব্যাকআপ দেয়া ছিল না। আমার অনেক নতুন গানের সুর রেকর্ডেড ছিল এই ফোনটায়।’
 
ফোনটির গুরুত্ব তুলে ধরে তিনি আরও লেখেন, ‘অনেক নতুন গানের লিরিক ছিল। অন্তত ১০টা ভিডিও কনটেন্ট রেডি হচ্ছিল সামনে আপলোড এর জন্যে। আমার সমস্ত ট্যুরের ছবিগুলো ছিল। সমস্ত গুরুত্বপূর্ণ নাম্বার ছিল। সবকিছু গেল! এই ক্ষতি আসলে টাকার অঙ্কে হিসাব করে মেলানো যাবে না। যাইহোক আল্লাহ তার হেদায়াত করুক।’

এর আগে ফোন হারানোর দিন অনুষ্ঠানের মঞ্চে ব্যারিস্টার সুমন বলেন, এটা কেমন হলো? তাসরিফ খান ঢাকা থেকে এসেছে আমাদের মাঝে। আর তার পকেট থেকে কিনা আইফোনটি চুরি করে নেয়া হলো। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে পকেট থেকে তার ফোনটি বের করে নেয়া হয়েছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে। এ ঘটনায় আমি লজ্জিত। মোবাইলটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
 
সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত ‘কুঁড়েঘর’ গানের দলের তরুণ কণ্ঠশিল্পী তাসরিফ খান। তাশরীফ একজন কণ্ঠশিল্পী হলেও গত বছর জুনে বন্যায় সিলেট অঞ্চলে সেচ্ছ্বাসেবী হিসেবে কাজ করে আলোচনায় আসেন। সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তরুণ গায়ক তাসরিফ খান। 

সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সে সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছিলেন। মানবিক মানুষদের সহায়তায়  প্রশংসায় ভাসেন তাসরিফ। সেই অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ নামের একটি বই লিখেছেন তিনি।


সর্বশেষ সংবাদ