ঢাবির পাঁচ কেন্দ্রে ভোটার ১০ হাজার, দুই ঘণ্টায় ভোট পড়েছে ২শ

ঢাবির পাঁচ কেন্দ্রে ভোটার ১০ হাজারের বেশি
ঢাবির পাঁচ কেন্দ্রে ভোটার ১০ হাজারের বেশি  © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রবিবার (৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। এ নির্বাচনে ঢাকা-৮ আসনে সকাল আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে কোনও ভোটকেন্দ্রের সামনে খুব বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি। ভোট শুরুর পর থেকে বিশ্ববিদ্যালয়ের ১০টি কেন্দ্রে বেলা ১০টা পর্যন্ত ২শ জনের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারদের কাছে থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, ঢাবি এলাকায় মোট পাঁচটি ভোটকেন্দ্র রয়েছে। এর অধীনে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ২০৭ জন। সকাল সাড়ে আটটা থেকে শুরু করে ১০টা পর্যন্ত পাঁচটি কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায়, খুব বেশি ভোটার তখনও ভোট দিতে আসেননি।

পাঁচটি কেন্দ্রের মধ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ১৯১০ ভোটারের মধ্যে প্রথম আধা ঘণ্টায় ভোট পড়েছে দশটিরও কম । উদয়ন উচ্চ মাধ্যমিক স্কুল কেন্দ্রে ২২০৬ এর মধ্যে ৫০ জন ভোট দিয়েছেন। কার্জন হল কেন্দ্রে ২০৭৯ এর মধ্যে প্রথম দেড় ঘণ্টায় ২৩ জন এবং সায়েন্স-এনেক্স বিল্ডিং কেন্দ্রে ২০০২ ভোটারের মধ্যে ৫০জন ভোট দিয়েছেন। এছাড়া, চারুকলা অনুষদ কেন্দ্রে ২০১০ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ৯৬ জন ভোট দিয়েছেন। 

সায়েন্স-এনেক্স কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দুলাল মিয়া বলেন, সকাল বলেই হয়তো ভোটার কম আসছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোট দেওয়ার হার বাড়বে।

এ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন। এছাড়া মিনার প্রতীকে আবু নোমান মো. জিয়াউল হক মজুমদার, সোনালি আঁশ প্রতীকে এম এ ইউসুফ, মোমবাতি প্রতীকে এস এম সারোয়ার, একতারা প্রতীকে খন্দকার এনামুল নাসির, ফুলের মালা প্রতীকে মোস্তাফিজুর রহমান, আম প্রতীকে আবুল কালাম জুয়েল, লাঙল প্রতীকে জুবের আলম খানসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence