এবার নতুন বই পাবে তিন কোটি ৮১ লাখ শিক্ষার্থী

৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
নতুন বছরের প্রথম দিনে হবে বই উৎসব

নতুন বছরের প্রথম দিনে হবে বই উৎসব © ফাইল ছবি

রাত পোহালেই শুরু হবে নতুন বছর। এ দিন সারাদেশে পালিত হবে বই উৎসব। এবার প্রায় তিন কোটি ৮১ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে নতুন বই দেবে সরকার। ইতিমধ্যে ১ জানুয়ারি বই উৎসবের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শিক্ষার্থীদের দেওয়ার জন্য ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই ছাপাও হয়েছে।

জানা গেছে, ছাপানো বইয়ের মধ্যে সহায়িকা হিসেবে ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮ বই পাবেন শিক্ষকরা। এবার কুমিল্লার সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠান আয়োজনে অসম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এক চিঠিতে ১ জানুয়ারি বই উৎসবের অনুমতি দিয়েছে ইসি। গত সপ্তাহের শুরুতে চিঠিটি দেওয়া হয়। এর আগে মন্ত্রণালয় থেকে নির্বাচনকালীন উৎসব আয়োজনে অনুমতি চাওয়া হয়েছিল বলে জানা গেছে।

সম্মতিপত্রে বলা হয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর দিন ১ জানুয়ারি সারা দেশে ‘বই উৎসব’ সরকারের রুটিন কাজ। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্টরা নিজ কর্মস্থলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রী সম্মতি দিলে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: মাধ্যমিকের চেয়ে প্রাথমিকে ১৬ দিন ছুটি কম যে কারণে

সূত্র জানায়, প্রাক-প্রাথমিক থেকে এসএসসি ও সমমান পর্যন্ত তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রাক প্রাথমিকের ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন। প্রাথমিক স্তরের শিক্ষার্থী এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ এবং ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিক্ষার্থী রয়েছে।

মাধ্যমিক বদ্যিালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে এক কোটি চার লাখ ৯০ হাজার ১০৭ জন নতুন বই পাবে। পাশপাশি দাখিল ষষ্ঠ থেকে নবমের ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮, ইংরেজি ভার্সনে ষষ্ঠ থেকে নবমের এক লাখ ৭৩ হাজার ৮৫৫, কারিগড়ির ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই লাখ ৭১ হাজার ৯৫২, দাখিল ভোকেশনালের ছয় হাজার ১৫ ও ব্রেইল ৭২৪ জন বই পাবে।

তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে ৫ করণীয় জানালেন এনসিপি…
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9