জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষকরা, ছবি ভাইরাল

১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষকরা

জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষকরা © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি জানাতে জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে কলেজ শিক্ষকদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি নিয়ে নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ডিগ্রি (অনার্স) কলেজে এ ঘটনা ঘটে।

ভাইরাল সেই ছবিতে দেখা গেছে, ১৪ ডিসেম্বর সকালে দাশুড়িয়া ডিগ্রি (অনার্স) কলেজের শিক্ষক-শিক্ষিকারা সমবেত হয়ে কলেজ মাঠে নির্মিত শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় পায়ের জুতা না খুলেই শহীদ মিনারের বেদীতে উঠে পড়েন তারা। পরে বেদীতে পুষ্পস্তক অর্পণ শেষে ফটো সেশনে তাদেরকে জুতা পরিহিত অবস্থায় বেদীতে ব্যানার হাতে দেখা যায়।

দাশুড়িয়া ডিগ্রি (অনার্স) কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তক অর্পনের পর আমরা সবাই নিচে নেমে যায়। তবে আমাদের কলেজের কোনো হলরুম না থাকায় শিক্ষকদের মধ্য থেকে প্রস্তাবনা আসে অনুষ্ঠানটি শহীদ মিনারের বেদীতেই শেষ করা হোক। আমিও সেটা মেনে নিয়ে সেখানেই আয়োজনটি শেষ করি। তবে আমার নিষেধাজ্ঞা থাকার পরও দু-একজন অসাবধানতাবশত শহীদ মিনারের বেদীতে জুতা পরে ছিল, যা আমি অনুষ্ঠান শেষে জানতে পেরেছি। বিষয়টি সত্যিই দুঃখজনক। এ ঘটনায় তিনি সবার কাছ ক্ষমা চেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ধানের শী…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬