মানিকগঞ্জের কোনো আসনেই বৈধতা পায়নি জাপা প্রার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ AM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:২০ AM
মানিকগঞ্জে জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনজনের মধ্যে ঋণ খেলাপির দায়ে দুইজনের এবং গ্যাস বিল বকেয়ার কারণে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রবিবার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রেহেনা আকতার জানান, ঋণ খেলাপির দায়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান এবং মানিকগঞ্জ-১ ও মানিকগঞ্জ-৩ আসনের মোহা. জহিরুল আলম রুবেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া, বাড়ির গ্যাস বিল বকেয়া থাকায় মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাসান সাঈদের মনোনয়ন বাতিল হয়েছে।
উল্লেখ্য, মানিকগঞ্জের তিনটি আসনে চারজনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে জাতীয় পার্টি। এর মধ্যে মানিকগঞ্জ-১ আসনে মোহা. জহিরুল আলম রুবেল ও মো. হাসান সাঈদ, মানিকগঞ্জ-২ আসনে এস এম আব্দুল মান্নান এবং মানিকগঞ্জ-৩ আসনে মোহা. জহিরুল আলম রুবেলকে মনোনয়ন দেয়া হয়।