সাতক্ষীরায় পুলিশের এসআইএর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
সাতক্ষীরা পুলিশ লাইন্সে সদ্য যোগদানকারী আজাহার আলী (৫৯) নামে এক এসআই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইন্সের ব্যারাকের দোতালায় একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আজাহার আলী যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।