পা ধরে কান্নাকাটি করলেও বাইডেন কারো সঙ্গে সেলফি তোলেন না : মেয়র তাপস 

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস © সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পা ধরে কান্নাকাটি করলেও তিনি কারও সঙ্গে সেলফি তোলেন না। সেখানে জো বাইডেন নিজের মোবাইল দিয়ে নিজের হাতে নিজে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে তার সঙ্গে সেলফি তুলেছেন। এ সেলফি বিশ্বে আমাদের মর্যাদা সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে।’

গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র শেখ তাপস।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার সেলফির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মেয়র বলেন, “ভারতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিয়েছেন। জো বাইডেন তাদের কারো সঙ্গে সেলফি তো দূরের কথা, একটি ছবিও তোলেননি। অথচ সেই বাইডেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে বললেন, ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার, আপনার সঙ্গে একটি সেলফি তুলতে চাই।’ আমাদের প্রধানমন্ত্রী সম্মতি দেওয়ার পর বাইডেন নিজের মোবাইলে নিজের হাতে নিজেই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন।”

এসময় তাপস বলেন, ‘এ সেলফি বিশ্ব দরবারে আমাদের মর্যাদা সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে, তা কোনোদিন চেয়েও পাওয়া যেত না।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে ইতিহাস রচনার আহ্বান জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘শেখ হাসিনার জীবন নিয়ে এখনই ইতিহাস রচনায় হাত দিতে হবে।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬