কেন্দুয়ায় অভিভাবক সদস্য নির্বাচনে অনিয়মের অভিযোগ

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি (এসএম সি) গঠনের লক্ষ্যে ৪ জন ছাত্র অভিভাবক সদস্য নির্বাচনে অনিয়মের অভিযোগ করা হয়েছে। বিদ্যালয়টির শিক্ষার্থী অভিভাবক পারভীন আক্তার রীনা, বোরহান উদ্দিন, রুবেল মিয়া ও শামীম আকন্দ গত সোমবার  (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর এ লিখিত অভিযোগ করেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম খান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মহোদয় অভিযোগটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বরাতে জানা গেছে, বিদ্যালয়ের সব শিক্ষার্থীর অভিভাবকদের না জানিয়ে স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আলোচনা সভার মাধ্যমে অভিভাবক সদস্য পদে ২ জন নারী ও ২ জন পুরুষকে নির্বাচন করা হয়। যা নিয়ম বর্হিভূত ও অগণতান্ত্রিক। তাই এ কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ রেখে নীতিমালার আলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচন করে কমিটি গঠনের দাবি জানান অভিযোগকারীরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মিন্টু বলেন, অভিভাবক সদস্য নির্বাচনের জন্য আমরা সকল অভিভাবককে নোটিশ দিয়ে আলোচনা সভা করি। ওই সভায় এলাকার গণ্যমান্য লোকজনও উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জুরিবোর্ডের মাধ্যমে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। ১১ সেপ্টেম্বর সভাপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু এরইমধ্যে ৪জন ছাত্র  অভিভাবক লিখিত অভিযোগ করায় তা আর হয়নি।

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু বলেন, অভিভাবক সদস্য নির্বাচন উপলক্ষে ওই আলোচনা সভায় আমিও উপস্থিত ছিলাম। ১০ জন প্রার্থী ছিল। পরে প্রার্থীদেরসহ উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জুরিবোর্ডের মাধ্যমে ৪ জনকে অভিভাবক সদস্য নির্বাচন করা হয়। এখন শুনছি, ৪ জন অভিভাবক অভিযোগ করেছেন যে, তারা নাকি বিষয়টা জানেনই না। তবে আমরা জানি, বিষয়টা কারো অজানা নয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল বাশার বলেন, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ্যে আলোচনা করে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচন করা হয়েছে। কিন্তু কমিটি গঠনকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী লোকজন বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

একসঙ্গে বিপিএল মাতাতে ছেলেকে তৈরির গল্প জানালেন মোহাম্মদ নবি
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফে গুলিতে শিশু আহতের প্রতিবাদে মানববন্ধন
  • ১২ জানুয়ারি ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় খালাস পেলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেবে বিএনপি’
  • ১২ জানুয়ারি ২০২৬
নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলাবে জিমেইলের নাম
  • ১২ জানুয়ারি ২০২৬
চার্জশিট গ্রহনের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, তিন আইনজীবী নিয়োগ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9