ফজরের নামাজ শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের গজল শোনালেন নোবেল

মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নোবেলের আড্ডা
মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নোবেলের আড্ডা  © সংগৃহীত

ফজরের নামাজ আদায় শেষে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে আড্ডা দেন এবং তাদের গজল শোনান আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনার কিছু ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি।

ফেসবুক পোস্টে দেখা যায়, গোপালগঞ্জ শহরের কোর্ট মসজিদ মাদ্রাসা ও এতিমখানার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন তিনি। এ সময় শিক্ষার্থীদের আবদারে তিনি তাদের গজল শোনান। 

নোবেল গণমাধ্যমকে বলেন, ‘গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে দেখি বৃষ্টি হচ্ছে। পরে বাসা থেকে ভিজতে ভিজতে ফজরের নামাজ আদায় করতে বের হই হইকোর্ট মসজিদ মাদ্রাসার উদ্দেশ্যে। বৃষ্টি হচ্ছে বলে আমি সঙ্গে পাঞ্জাবি আর পায়জামা নিয়ে যাই। আমার পরনে ছিল লুঙ্গি এবং গেঞ্জি। ওইখানে পৌঁছে পোশাক বদলে নামাজ আদায়ের পর মসজিদের মুয়াজ্জিন আমাকে দেখে ডাক দিয়ে বসান। আড্ডা দেওয়ার সময় মাদ্রাসার শিক্ষার্থীরা ছুটে আসে। পরে সবাই আমাকে একটি ইসলামিক গান গেয়ে শোনাতে বলেন। এসময় আমি আমার গাওয়া মেহেরবান ইসলামিক গানটি গেয়ে শোনাই।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence