শেখ হাসিনা-আওয়ামী লীগ পালায় না: প্রধানমন্ত্রী

০১ আগস্ট ২০২৩, ০৩:৪৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© সংগৃহীত

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেখি আমাদের বিরোধী দল (বিএনপি) থেকে… যদিও তারা সংসদে নেই, সেখানে না থাকলে তাদের বিরোধী দল বলাও হয় না। তারা বলে আমরা (আওয়ামী লীগ) পালানোর পথ পাবো না। হুমকি দেয়। যিনি এ বক্তৃতাটা দেন তাকে স্মরণ করিয়ে দিতে চাই—শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না, পালাইনি।

আজ মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পেরেছে? পারে নাই। তারপর এরশাদ ও খালেদা জিয়া। এরা তো রীতিমতো একাত্তর সালের পাকিস্তানি হানাদার বাহিনীর মতো গণহত্যা চালিয়েছে। ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।

বিএনপির ধারাবাহিক কর্মসূচির অর্থের জোগান নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, আমার প্রশ্ন, কোথা থেকে এত টাকা পাচ্ছে? যত চুরি করা টাকা ছিল, সেগুলো এখন বেরোচ্ছে? এক একটি মিটিং করতে যে টাকা খরচ করছে, সেগুলো কোথা থেকে আসছে?’ ২০০৭ সালে রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক রহমান বিদেশে পালিয়েছিল বলে আবারও উল্লেখ করেন শেখ হাসিনা। সেই সময় তিনি (প্রধানমন্ত্রী) বিদেশে ছিলেন বলেও জানান।

শেখ হাসিনা বলেন, আমাকে তখন তত্ত্বাবধায়ক সরকার আসতে দেবে না। সব আন্তর্জাতিক বিমান সংস্থাকে বলে দিয়েছে, আমাকে নিয়ে ঢাকায় যেন অবতরণ না করে, ঢাকায় তাদের অবতরণ করতে দেবে না। এই ধরনের নির্দেশ দেওয়ার পরও আমি এক রকম জোর করে বাংলাদেশে ফিরে আসি।

২০০৭ সালে বিদেশ থেকে শেখ হাসিনার দেশের ফেরার সময় বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাত না যায়, তার জন্য তৎকালীন সরকার হুমকিও দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি। ওই সরকারের হুমকি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে যাওয়ার ঘটনা বর্ণনা করেন আওয়ামী লীগ সভাপতি। 

তিনি বলেন, আমাকে অনেক ভয় দেখানো হয়েছিল, বলা হয়েছিল যে মুহূর্তে নামবো (বিমানবন্দরে), সেই মুহূর্তে গুলি করে মারবে। আমি বলেছি—খুব ভালো কথা, দেশের মাটিতে মরলাম, বিদেশে তো মরতে হলো না। আমাকে বলা হয়েছিল, এমন জায়গায় নেওয়া হবে কেউ খোঁজ পাবে না। আমি বলেছিলাম—বাংলাদেশে সেরকম জায়গা সৃষ্টি হয় নাই। সেই সময়ের নানান ঘটনাপ্রবাহ বর্ণনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি তো জোর করে দেশে ফেরত এসেছি। কিন্তু যাদের নেতা পালিয়ে গেছে। ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি, গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছে, মানি লন্ডারিং মামলা, যার বিরুদ্ধে আমেরিকার এফবিআই এসে সাক্ষী দিয়ে গিয়েছিল, যেটাতে তারেক জিয়া সাজাপ্রাপ্ত, যার ভিসা আমেরিকা বাতিল করে দিয়েছিল। সেই সাজাপ্রাপ্ত পলাতক আসামি যে দলের নেতা, তাদের মুখে বড় বড় কথা। আমরা নাকি পালানোর পথ পাবো না। তোরা তো পালিয়েই আছিস। এক পলাতক আসামির তত্ত্বাবধানে এত লম্বা কথাটা আসে কোথা থেকে?

শেখ হাসিনা বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সহনশীলতা দেখাচ্ছি। কিন্তু আবার দেখলাম তারা সেই অগ্নিসন্ত্রাস করছে। ২০০১ সালের নির্বাচনের পরে আমাদের নেতাকর্মীদের ওপর যে অত্যাচার করেছিল, তার একভাগ প্রতিশোধ যদি নিতাম, তাহলে তোদের হদিসই পাওয়া যেতো না।  আমরা তো প্রতিশোধে বিশ্বাস করিনি। ঠিক আছে যার যার দল কর। আমরা তো আওয়ামী লীগ অফিসে ঢুকতেই পারতাম না।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনের কথা তুলে ধরে আওয়ামী লীগের সভাপতি বলেন, যাদের আমলে দুই-দুইবার ভোট বাতিল হয়েছে, তাদের মুখে এত লম্বা কথা আসে কোথায় থেকে? অবশ্য একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। ওরা হলো সেই চোর। জাতির পিতা হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর সরাসরি জড়িত বলে প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেই জন্য আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেন দলটির সভাপতি।

শেখ হাসিনা বলেন, বারবার বাধা এসেছে, যাতে কোনোমতেই আওয়ামী লীগ সরকারে আসতে না পারে। সেই বাধা… ওই স্বাধীনতাবিরোধী চক্র, যুদ্ধাপরাধী এবং তাদের যারা মাস্টার বা প্রভু, তারা কিন্তু সেই চক্রান্তে এখনও লিপ্ত। আমি বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ আমার মূল শক্তি।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

উইলিয়ামসনসহ অন্যদেরও বিপিএলে আনার ইচ্ছা নিশামের
  • ১৯ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত সকল মাদরাসার প্রধানের শূন্যপদের তথ্য পাঠানোর নির…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে পড়ুন হোহাই  ইউনিভার্সিটিতে, মা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারকে ‘পাগলা কুত্তা’ বললেন রাবি ছাত্রদল নেতা
  • ১৯ জানুয়ারি ২০২৬
গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে শাকসু নির্বাচন যথাসময়েই হত…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘দায়িত্ব নিয়ে বলছি, জুলাই বিক্রি করে এক পয়সার অনধিকার চর্চা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9