সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ © টিডিসি
গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন এই স্লোগানে চাঁদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ অন্তর্বর্তিকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা যাকে মন চায় তাকে ভোট দিন। তবে রাষ্ট্রের সংস্কারের জন্য গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। আমাদের নতুন প্রজন্মের জন্য একটি ভালো, সুন্দর ও শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ করে দিয়ে যেতে পারাই আমাদের মূল লক্ষ্য। সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমরা একসাথে কাজ করতে চাই। এতে কোনো সমস্যা নেই। আমরা যে সময় দেশের দায়িত্ব নিয়েছি, সে সময় ছিল দেশের এক ক্রান্তিকাল।”
অর্থ উপদেষ্টা বলেন, ‘এখন তো আর রাজনৈতিক চাপ নেই, টাকা দিয়ে কোন বিশেষ দলও আসতে পারবে না এবং পেশি শক্তি দিয়েও নির্বাচন হচ্ছে না। তাহলে ভোট কেনো হবে না। সবার সহযোগীতা থাকলে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন হবে। আমরা চাই ভালো জনদরদি লোক আসুক। কথায় না যিনি কাজে প্রমাণ দেবেন।’
উপদেষ্টা আরও বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই, ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা হয়েছে। অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল এখন কেবিনে স্থানান্তর হয়েছে। এ ধরনের সংস্কার যে কোন সরকারের দায়িত্ব, তাই গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে।পে-স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নে চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে সুনামের সঙ্গে তুলে ধরতে পেরেছি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘আপনারা নির্বাচনে যাকেই ভোট দেন না কেন, রাষ্ট্রের সংস্কারের জন্য অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে আমি আশাবাদী।’
সভা শেষে অর্থ উপদেষ্টা চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচারণা কার্যক্রমে অংশ নিয়ে তা পরিদর্শন করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, অর্থ উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এফসিএমএ মোঃ আবদুর রহমান খান এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি শুভ সন্ধিক্ষণে পৌঁছেছে। এই সময়ে দেশকে এগিয়ে নেওয়ার অন্যতম উপলক্ষ হলো গণভোট। তারা বলেন, দেশের নাগরিকরা অবশ্যই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়ে দেশের উন্নয়নে অংশীদার হবেন।
তারা আরও বলেন, নিরপেক্ষতা বজায় রেখে সকলে একসাথে কাজ করা হবে। চাঁদপুর জেলায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে। স্বাধীনতাকামী মানুষের আশা পূরণ হবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
তারা বলেন, এখানে দুটি ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। একটি সরকার নির্বাচনের জন্য এবং অপরটি আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে কোন নিয়ম ও কাঠামোর মধ্যে দেশ পরিচালিত হবে, তা নির্ধারণের জন্য। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নসহ সকল কার্যক্রম ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে সম্পন্ন হবে।
তারা আরও বলেন, দেশে আইনের শাসন ও ইনসাফের শাসন কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়েও কাজ করা হবে। এ সময় তারা সকলকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন নৌ পুলিশের এসপি সৈয়দ মোশফিকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরাদার, সেনাবাহিনীর সিনিয়র সার্জেন্ট ওয়ারেন্ট অফিসার মো. জিয়া, সিভিল সার্জন ডাঃ নূর আলম দ্বীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী প্রসাশনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান দেওয়ান এবং গীতা পাঠ করেন অনিক গোস্বামী। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান চাঁদপুর জেলা প্রশাসন।
শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইতোমধ্যে চাঁদপুর জেলায় ২ লাখ লিফলেট বিতরণ সম্পন্ন হয়েছে এবং আরও ৩ লাখ লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে গণভোটের জন্য।