বৃষ্টিতে ভিজে শামীম ওসমানের স্লোগান

  © সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের শান্তি সমাবেশ। আজ শুক্রবার দুপুর তিনটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়। ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এই সমাবেশে যোগ দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। 

বড় একটি মিছিল নিয়ে নারায়ণগঞ্জ থেকে এই শান্তি সমাবেশে যোগ দিয়েছেন তিনি। মিছিলে নিজেই স্লোগান দিয়েছেন শামীম ওসমান, সঙ্গে তাল মিলিয়েছেন নেতাকর্মীরা। ‘আল্লাহ আল্লাহ’ স্লোগানে মুখরিত করে তোলেন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সড়ক। এছাড়া ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন এই সমাবেশে।

এদিকে, দুপুরে এ কর্মসূচি শুরুর আধা ঘণ্টার মাথায় শুরু হয় বৃষ্টি। অনেকে আশপাশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও নেতাকর্মীদের একটি বড় অংশ কাকভেজা হয়েই সমাবেশে অংশ নিচ্ছেন। বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন অনেকে।

বিকাল পৌনে ৩টার দিকে হাজারখানেক নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে দেখা যায় আওয়ামী লীগের এই নেতাকে।

বৃষ্টির মধ্যে এক পর্যায়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন মাইকে এসে বলেন, ঝড়বৃষ্টি উপেক্ষা করে আমাদের লাখো ছাত্রজনতা এই সমাবেশে থাকবে, যতই বৃষ্টি আসুক, যতই ঝড় আসুক না কেন, আমরা সমাবেশের বাইরে যাব না।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ঝড় আসবে, যতই বাধা আসুক ঝড় বৃষ্টি উপেক্ষা করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকবে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশের সঞ্চালনা করছেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence