সৌদি আরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু

আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে
আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে  © সংগৃহীত

সৌদি আরবের একটি ফার্নিচার কারখানায় আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন বাংলাদেশের নগরিক রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দেশটির দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার এই  ‍দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা  দ্রুত ঘটনাস্থলেেএসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ঐতিহাসিক চন্দ্রাভিযান শুরু ভারতের

সৌদির বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিন জন নাটোরের এবং একজন রাজশাহীর। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরইমধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।

সৌদি প্রশাসন জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।  


সর্বশেষ সংবাদ