নাদিম হত্যার বিচারকার্য সাগর-রুনির মতো দেখতে চাইনা

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন   © টিডিসি ফটো

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কর্মরত সাংবাদিকরা। রোববার (১৮ জুন) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এতে অংশ নেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে সড়কে  ৫ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিক নেতারা।

কর্মসূচিতে অংশ নেয়া সাংবাদিকরা বলেন, সাংবাদিক নাদিম হত্যার বিচারকার্যটি সাগর-রুনির মতো দেখতে চাইনা। দ্রুত সময়ের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নির্মম ওই হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এসময় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি কলি হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। সাংবাদিক নেতারা সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

মানববন্ধনে নেত্রকোনা এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী,যমুনা টিভির জেলা প্রতিনিধি কামাল হোসাইন,চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি সোহান আহমেদ কাকন,জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল,মাই টিভির জেলা প্রতিনিধি ইউরো আনিস,চ্যানেল আই জেলা প্রতিনিধি জাহিদ হাসান,এস এ টিভির জেলা প্রতিনিধি দেবল চন্দ্র দাস, একাত্তর টিভির সুব্রত সুমন,ইন্ডিপেন্ডেন টিভির জেলা প্রতিনিধি লাবলু পাল,দেশ টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান খোকন,বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সানি।

এসময় আরও বক্তব্য দেন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সালা উদ্দিন রুবেল, একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল খান দূর্জয়, দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি সোলায়মান হাসান রুবেল, এটিএন বাংলা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ডেইলি নেত্র নিউজের সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান,দি ডেইলি ক্যাম্পাস জেলা প্রতিনিধি মুহাম্মদ আশরাফুল হক গোলাপ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাজিব সরকার,ফাল্গুনী টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান রতন, দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি খান সোহেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম মনি প্রমূখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence