বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১০:৩৩ AM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৩, ১০:৩৩ AM

পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে উত্তরবঙ্গগামী মানুষের চাপ বেড়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়েছে।
বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়।
সরেজমিনে বঙ্গবন্ধু সেতুতে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পাশে স্থাপিত আলাদা বুথে সেতু পারের অপেক্ষায় রয়েছে শত শত মোটরসাইকেল। এ সময় সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে।
স্ত্রী নিয়ে মোটরসাইকেল গ্রামের বাড়ি যাচ্ছেন গ্রামীণ ব্যাংকে কর্মরত আবুল কালাম। তিনি জানান, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। সেতু পার হলেই বাড়ি। তাই স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রওনা দিয়েছি। আমার মতো শত শত মোটরসাইকেলের আরোহী সেতু আরের অপেক্ষায় রয়েছে।
আরেক মোটরসাইকেল আরোহীরা জানান, ছুটির প্রথম দিনে মহাসড়ক ফাঁকা ছিল। ঝামেলা ছাড়াই মোটরসাইকেলে সহজে বাড়ি যেতে পারছেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে জানান, ভোররাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ লাইন ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে বলেও জানান তিনি।