খুলেছে নিউ মার্কেট © সংগৃহীত
রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের কারণে বন্ধ ঘোষণার পর আজ নিউ মার্কেটের দোকানগুলো খুলেছে। সেই সঙ্গে রাজধানীর নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট।
রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ ১০টার পর ব্যবসায়ীদের দোকান খুলতে দেখা যায়।
এদিকে গাউছিয়া মার্কেট, নূরজাহান মার্কেট, গ্লোব শপিংমল মার্কেটগুলো সকাল থেকে খুলতে দেখা গেছে। এ ছাড়া পূর্ব দিকে ফুটপাতেও সারি সারি চৌকি বসিয়ে ব্যবসা শুরু করছেন হকাররা।
অপরদিকে ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে চন্দ্রিমা মার্কেটের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিসমিল্লাহ স্টোরের মালিক কুদ্দুস। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে আমাদের আপাতত দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। সব পরিচ্ছন্ন করার পর হয়ত খুলে দেবে।
সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকার মিরপুর সড়ক উন্মুক্ত রয়েছে। সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে। যান চলাচলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক জয়নুল আবেদীন।
তিনি বলেন, ‘শনিবার ভোরে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। রোববার সকাল সাড়ে ১০টা থেকে এ এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
আরও পড়ুন: বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা শঙ্কিত: মেয়র তাপস
এর আগে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর ইডেন গেট থেকে সায়েন্স ক্লাব মোড় পর্যন্ত রাস্তা বন্ধ রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় আজিমপুর থেকে ছেড়ে আসা গাড়ি কাটাবন মোড় হয়ে সাইন্স ক্লাবের পাশ দিয়ে বের হয়।
উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।