বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা শঙ্কিত: মেয়র তাপস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৫:২১ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৩, ০৫:২১ PM
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, একটি সুনির্দিষ্ট সময়ে বারবার অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছে তাতে আমরা শঙ্কিত। এসব ঘটনার পেছনে কোন নাশকতা আছে কিনা তা গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আহবান জানাচ্ছি।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের ঘটনা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: তীব্র তাপদাহের কারণে রেলের গতি কমল
মেয়র বলেন, আমরা দেখেছি বেশকিছু গুজব ছড়ানো হয়েছে। এসব গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।