দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হিরো আলম, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

হিরো আলম
হিরো আলম  © সংগৃহীত

বিএনপির এমপিদের পদত্যাগে জাতীয় সংসদের শূন্য হওয়া পাঁচটি আসনের উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তফসলি অনুযায়ী ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো শূন্য আসনগুলোতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে। উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া জাপা বৃহস্পতিবার বনানী কার্যালয় থেকে দলীয় ফরম বিক্রি শুরু করে।

ফরম কিনতে বৃহস্পতিবার দুপুরে কয়েকজনকে সঙ্গে নিয়ে বনানীতে যান হিরো আলম। কিন্তু জাপার দপ্তর থেকে জানানো হয়, তাঁর কাছে ফরম বিক্রি করা হবে না।

জাপার দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক খান স বলেছেন, দলীয় মনোনয়ন ফরম শুধুমাত্র দলের নেতাকর্মীদের কাছে বিক্রি করা হবে। তারপর যাচাইবাছাই করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে। হিরো আলম জাপার কেউ নন। তাই তাঁর কাছে ফরম বিক্রি করা হয়নি।

তবে হিরো আলমের দাবি, তিনি ২০১৮ সালে জাপায় যোগ দিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে জাপার মনোনয়ন ফরমও কিনেছিলেন। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোটে। এবারও তিনি মনোনয়ন চেয়েছেন। কিন্তু তিনি মনোনয়ন পাননি। তিনি এতে ক্ষুব্ধ, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence