বিএনপিকে শর্তসহ গোলাপবাগ মাঠ ব্যবহারের অনুমোদন দিল সিটি কর্পোরেশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১২:১০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
গোলাপবাগ খেলার মাঠের কোনও ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ প্রদানের শর্তে বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০.৩৭ টায় বিএনপি'র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গোলাপবাগ খেলার মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান শর্ত সাপেক্ষে এই অনুমতি প্রদান করেন।
আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদল ঠেকাতে পাহারা, উপস্থিতি কম থাকায় হলের রুমে তালা ছাত্রলীগের
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শুক্রবার (৯ ডিসেম্বর) সমাবেশের অনুমতি প্রদান করে। দলটির আবেদনের পর ডিএমপি সমাবেশের জন্য ২৬টি শর্ত দিয়ে সমাবেশের অনুমতি দেয়। ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মো. তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত অনুমতিপত্রে এসব শর্ত জানানো হয়। অনুমতি পাওয়ার পরপরই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সেখানে আসছেন।