স্কুলে ঢুকে প্রশ্নপত্র চুরি করতে গিয়ে আটক স্কুলছাত্রী

ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়  © সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে স্কুলে ঢুকে প্রশ্নপত্র চুরি করতে গিয়ে আটক হয়েছে দশম শ্রেণির এক ছাত্রী।  

শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী ও তার বান্ধবীসহ আরও দুই ছেলে বন্ধুর সহায়তায় এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র চুরি করার জন্য শনিবার রাতে ছেলেদের পোশাক পরে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে তারা। সে আগে থেকে বানানো তালার চাবি দিয়ে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে কয়েকটি আলমারির তালা ভাঙার চেষ্টা করে।

আরও পড়ুন: পাবনায় নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী তুলির।

এ সময় পাশের রুমে থাকা নৈশপ্রহরী ফজলু তালা ভাঙার শব্দ শুনে বের হয়ে আসলে তারা তাকে ফাঁসানোর ভয় দেখায়। পরবর্তীতে তাকে ছেড়ে দেয়ার আশ্বাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদের বাসায় নিয়ে যান নৈশপ্রহরী।

ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লাল মাহমুদ বলেন, প্রশ্নপত্র চুরি করে বিক্রির উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে ওই ছাত্রী। তালা-চাবির ছবি তুলে তালা খোলার জন্য আলাদা চাবি বানিয়ে কক্ষে প্রবেশ করে সে। রুমের আলমারির তালা ভাঙ্গার শব্দে ভেতরে গিয়ে তাকে ছুরিসহ হাতেনাতে আটক করে।

প্রধান শিক্ষক আরও জানান, দোষ স্বীকার করায় মানবিক দিক বিবেচনা করে তাকে তার মায়ের কাছে তুলে দেয়া হয়। তবে এই অপরাধের জন্য তাকে স্কুল থেকে বদলি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ