বিএনপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ–যুবলীগের হামলা

১৫ অক্টোবর ২০২২, ১২:৪৩ AM
 বিএনপির ওপর ছাত্রলীগ–যুবলীগের হামলা

বিএনপির ওপর ছাত্রলীগ–যুবলীগের হামলা © ফাইল ফটো

এদিকে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নওশেল আহমেদ দাবি করেন, ছাত্রলীগ কোনো হামলা করেনি। 

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার ময়মনসিংহে এ বিভাগীয় সমাবেশ হবে।

আগামীকাল সমাবেশে আসার পথে বাধা দেওয়া হতে পারে আশঙ্কা করে আজ রাত থেকেই বিএনপির শত শত নেতা-কর্মী ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অবস্থান নিয়েছেন। রাত ১০টার দিকে সমাবেশস্থল মাঠে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

সমাবেশ উপলক্ষে নেত্রকোনা জেলা থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ এমরান সালেহ। তবে নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এ অভিযোগ অস্বীকার করেন।

এদিকে আগামীকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের বিভিন্নস্থানে অবস্থান নেবেন বলে জানিয়েছেন দলটির ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘আমরা কোনো স্থানে সমাবেশ করব না। তবে কোথাও বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে।’

আজ রাত নয়টার দিকে সমাবেশস্থলে কথা হয় নেত্রকোনার আটপাড়া উপজেলার যুবদল কর্মী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘নেত্রকোনায় আজ থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার আরও কঠোর হবে আওয়ামী লীগ ও সরকার। কাজেই রাতেই চলে এসেছি।’

নেত্রকোনার মদন থানার মহিলা দলের সাধারণ সম্পাদক নুরুন্নাহারও আজ রাত থেকে মাঠে অবস্থান করছেন। তিনি দলের কর্মীদের নিয়ে রাতে মাঠেই থাকবেন।

সৈয়দ এমরান সালেহ বলেন, বিএনপির পক্ষ থেকে সার্কিট হাউস মাঠে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়। তবে স্থানীয় প্রশাসন সেখানে অনুমতি না দিয়ে পলিটেকনিক মাঠে অনুমতি দিয়েছে।

অনুমতি পাওয়ার পর আজ বিকেল থেকে বিএনপির নেতা–কর্মীরা পলিটেকনিক মাঠে জড়ো হতে থাকেন। রাত আটটা নাগাদ মাঠে শত শত নেতাকর্মীর জমায়েত লক্ষ করা গেছে।

ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক ক…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9