বিদ্যালয়ে মাদকের আসর বসিয়ে যুবলীগ নেতার জন্মদিন পালন

০৭ অক্টোবর ২০২২, ০৫:০০ PM
এবিসি সরকারি পাইলট মডেল স্কুল

এবিসি সরকারি পাইলট মডেল স্কুল © ফাইল ছবি

হবিগঞ্জে একটি বিদ্যালয়ে মাদকের আসর বসিয়ে ও উচ্চশব্দে গান বাজিয়ে এক যুবলীগ নেতার জন্মদিন উদযাপনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

গত বুধবার রাতে আজমিরিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মমিনুর রহমান সজিবের জন্মদিন উপলক্ষে স্থানীয় এবিসি সরকারি পাইলট মডেল স্কুলে ওই আয়োজন করা হয়েছিল। সজিব উপজেলা পরিষদেরও ভাইস চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা সজিব তার জন্মদিন পালন করতে এবিসি সরকারি পাইলট মডেল স্কুলকে বেছে নেন। বিদ্যালয়টির মিলনায়তনে সন্ধ্যার পর থেকেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বেশ কিছু তরুণ-তরুণী উপস্থিত হতে থাকে। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন পুরুষ ও নারী মদ-গাঁজা সেবন করে অশ্লীল নাচ, চিৎকার করতে থাকে। তাদের উন্মাদনায় ভেঙে যায় গ্রামের নীরবতা।

সজীব নামে এক ভুক্তভোগী জানান, উচ্চ সাউন্ডে গান বাজানোয় পুরো এলাকা প্রকম্পিত হতে থাকে আশপাশের পুরো এলাকা। এতে রোগী, শিশু ও বৃদ্ধরা অস্বস্তিবোধ করতে থাকে। শেষ রাতে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ সেখানে গিয়ে আয়োজকদেরকে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য করে।

এ বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা মমিনুর রহমান সজিব বলেন, ‘স্কুলটি আমার বাড়ির পাশে। তাই কর্মীদের নিয়ে জন্মদিন পালন করেছি। এতে দোষের কী হলো?’

বিদ্যালয়ে যুবলীগ নেতার জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ার কারণ জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আহসান মোস্তাফা বলেন, ‘অনুমতি দিয়ে ভুল করে ফেলেছি। আমি নিজেই লজ্জিত ও দুঃখিত।’

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬