আওয়ামী লীগের জোটে নেই জাতীয় পার্টি: কাদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৬ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৫ PM
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোটে এখন নেই। কাজেই ভাঙার কোন প্রশ্ন আসে না। আমার যে দিন থেকে সংসদে বিরোধী দলের হয়ে কাজ করছি সেদিন থেকে আওয়ামীলীগের জোটে নেই।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের সাথে একসাথে নির্বাচন করেছি। আমাদের জন্য তারা, তাদের জন্য আমরা কাজ করেছি। সেই বন্ধুত্বতো আমরা ছুড়ে পেলে দিতে পারি না। সেই বন্ধুত্বটা এখনও আছে কিছুটা। তারপরও দেশে ও জনগেণের স্বার্থে সত্যি কথা আমরা তুলে ধরতে চাই। আওয়ামী লীগ যদি ভবিষ্যতে ভালো কাজ করে তাহলে আমরা তাদের পাশে থাকবো, অতীতে যেমন ছিলাম। আর যদি জনগণ তাদের উপর থেকে আস্থা হারিয়ে পেলে তাহলে ভবিষ্যতে তাদের সাথে আমরা নাও থাকতে পারি।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) শান্তিপূর্ণ কারচুপির মেশিন আখ্যা দিয়ে তিনি বলেন, ইভিএমের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কারচুপি করে সরকার যাকে চাইবে তাকেই পাস করিয়ে দিতে পারবে।
তবে নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান জি এম কাদের।