করোনায় আক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল  © সংগৃহীত

করোনা সনাক্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার তাঁর করোনা ভাইরাস ধরা পড়ে। সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার রাত হতেই জ্বরে আক্রান্ত ছিলেন সিইসি। বৃহস্পতিবার সকালে তাঁর করোনা পরীক্ষার ফল আসে এবং সেটা পজিটিভ পাওয়া যায়। 

অসুস্থ থাকায় সিইসি বুধবার সকালে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। তার অনুপস্থিতিতেই দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনা প্রকাশ করে ইসি। 

আরও পড়ুন: জেলে বসেই এসএসসি পরীক্ষা দিলেন ছাত্রদল নেতা

উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান জানিয়েছিলেন, ‘আজ আমাকে এখানে প্রধান অতিথির ভাষণটা দিতে হবে। এটা আমরা সকালেই বুঝতে পারলাম। আমি ব্যক্তিগতভাবে সিইসির অনুপস্থিতিটা ফিল করছি। তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি।’ 

গত ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দায়িত্ব নেওয়ার সাড়ে ছয় মাসের মাথায় দ্বাদশ সংসদের ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। 


সর্বশেষ সংবাদ