জেলে বসেই এসএসসি পরীক্ষা দিলেন ছাত্রদল নেতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১ PM
বগুড়ায় কারাগারে বসে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন নন্দীগ্রাম উপজেলার এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা কারাগার কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন ওই শিক্ষার্থী।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দীন হায়দার।
জানা যায়, নন্দীগ্রম উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ শাকিলের বিরুদ্ধে মামলা থাকায় সম্প্রতি তাকে আটক করে জেলে পাঠানো হয়। গতকাল বুধবার আদালতে শাকিলের জামিন আবেদন করা হলেও সেটি নামঞ্জুর করে তাকে জেলেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন আদালত। পরবর্তীতে জেলা কারাগারের পক্ষ থেকে শাকিলের পরীক্ষার সব ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন: ফুলার রোডে নিয়ম করে চলে বাইক রেস-স্ট্যান্ট, দুর্ঘটনার আশঙ্কা
কারাগারের জেলার এস এম মহিউদ্দীন হায়দার বলেন, শাকিল নামে এক কয়েদী কারাগারে বসেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষার খাতা ও প্রশ্ন সরবরাহ থেকে শুরু সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমরা নিয়েছি। একজন শিক্ষকের তত্ত্বাবধানে শাকিলের পরীক্ষা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কারাগারে বসে যাতে শাকিল পড়াশোনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।