১৯ মে অনুষ্ঠিত হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © সংগৃহীত

দেশের সংগীত অঙ্গনে সুস্থ ধারার চর্চা ও শিল্পীদের উৎসাহিত করতে ২০০৪ সালে যাত্রা শুরু করে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। সেই ধারাবাহিকতায় এবারের ১৯তম আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ মে, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। এবারের আসরে ১৮টি বিভাগে প্রদান করা হবে পুরস্কার। পাশাপাশি সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হবেন খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা।

শনিবার (১০ মে) দুপুরে চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়। 
সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক জহির উদ্দিন মাহমুদ, সংগীতশিল্পী ফেরদৌস আরা, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ ইদ্রিসুর রহমান এবং ঢাকা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রায়হান কাউসার।

এ সময় উপস্থিত ছিলেন এবারের বিচারকমণ্ডলীর সদস্য সংগীতশিল্পী খুরশীদ আলম, ফুয়াদ নাসের বাবু ও মেহরীন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ বলেন, 'দেশের সুস্থ সংগীতচর্চাকে এগিয়ে নিতে এই অ্যাওয়ার্ড আয়োজনের শুরু ২০০৪ সালে। প্রতিকূলতার মধ্যেও আমরা নিয়মিতভাবে এই উৎসব উদ্‌যাপন করে আসছি। সংস্কৃতি বিকাশে পৃষ্ঠপোষকদের ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞ।'

ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক জহির উদ্দিন মাহমুদ বলেন, 'সংগীত আমাদের জীবনের আনন্দ, বেদনা, প্রতিবাদ, প্রেম- সব অনুভূতির সঙ্গে মিশে আছে। চ্যানেল আই সেই অনুভবকে শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করে।'

সংগীতশিল্পী ফেরদৌস আরা আজীবন সম্মাননা প্রসঙ্গে বলেন, 'স্বীকৃতি আনন্দের, অনুপ্রেরণার। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস যে দীর্ঘদিন ধরে সংগীতের মানুষদের সম্মান জানিয়ে আসছে, তার অংশ হতে পেরে আমি গর্বিত। এই সম্মাননা আমার কাজের গতি বাড়াবে বলেই বিশ্বাস করি।'


সর্বশেষ সংবাদ