গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিশেষ কোনো গোষ্ঠীর কাছে বর্গা দিচ্ছেন না তো?

২০ এপ্রিল ২০২২, ১২:২৬ AM

© সংগৃহীত

রাজনীতিতে ছাত্রনেতারা কোণঠাসা। আওয়ামী লীগে বেশি। ছাত্রলীগের বহু ডাকসাইটে নেতা বয়স ৫০ বছর হলেও এখনো সংসদ সদস্যই হতে পারেননি। এই বার্তা পুলিশ প্রশাসন সবাই জেনে গেছে। বিপরীতে সংসদ তো বটেই, মন্ত্রিসভা, উপদেষ্টা পরিষদে ব্যবসায়ীদের জয়জয়কার।

আজকে যিনি নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতা, তিনি ২/৩ বছর পর বিজিএমইএ তো বটেই, এফবিসিসিআই নেতা হবেন। সেখান থেকে তারা ঢাকার মেয়র হবেন, বিভিন্ন দেশের কনসাল হবেন, সংসদ সদস্য হবেন, বড় মন্ত্রী হবেন। এটা বাস্তবতা।

মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি, সিটি কর্পোরেশন- বণিক সংগঠনগুলোর কাছে বর্গা দেবেন আর ভাববেন, ছাত্রদের পক্ষে থাকবে রাজনীতি, প্রশাসন, ব্যবসায়ীদের দিকে বন্দুক তাক করবে- এসব অবাস্তব এখন।

কাজেই গুলি ঢাকা কলেজের দিকেই ছোড়ার কথা পুলিশের, তাই করেছে তারা। নিউ মার্কেট বন্ধ হবেনা, কলেজই বন্ধ হবে তাও আপনার আমার জানা ছিল। অবাক হবো না, ছাত্রদের নামে লুটপাটের মামলা হলেও, এসব কথা ব্যবসায়ীরা বলতে শুরু করেছেন এরই মধ্যে।

কাজেই ঢাকা কলেজ নিউ মার্কেট ব্যবসায়ী শ্রমিকদের এই দ্বন্দ্ব বিচ্ছিন্ন কিছু না। ঢাকা কলেজের গেটে বন্দুক তাক করে গুলির ছবিটি তাৎপর্য্য বোঝা জরুরি, বিশেষ করে রাষ্ট্র যারা চালান, তাদের জন্য। চোখ বন্ধ করে ভাবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিশেষ কোন গোষ্ঠীর কাছে বর্গা দিচ্ছেন না তো?

৫২ থেকে ৬৯, ৭১, ৯০, ২০০৭ - এদেশটির মানে আপনাদের আমাদের সব অর্জনের প্রাণভোমরা ছিল এইসব শিক্ষার্থীরা- সব ভুলে গেলেন আপনারা , সব ভুলে যেতে হবে আমাদের?

লেখক: বিশেষ প্রতিনিধি, যমুনা টেলিভিশন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, কাকে সমর্থন দেবে বিএনপি জোট?
  • ২২ জানুয়ারি ২০২৬
আবেদন করেও রুয়েটের ভর্তি পরীক্ষা দেননি ১৫ শতাংশ শিক্ষার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি
  • ২২ জানুয়ারি ২০২৬
অনিয়মের অভিযোগ, এসএসসি পরীক্ষার ২০ কেন্দ্র বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৩ মণ জাটকা উদ্ধার, এতিমখানায় বিতরণ
  • ২২ জানুয়ারি ২০২৬