মাবুদ, আমাদের আরেকটিবার সুযোগ দাও, পরিশুদ্ধ হই

১১ এপ্রিল ২০২০, ০৪:৫০ PM
রফিকুজ্জামান রুমান

রফিকুজ্জামান রুমান © ফাইল ফটো

আমার জীবনে সেরা ক্লাসটি এখনো নেওয়া হয়নি,
জীবনের সেরা বক্তব্যটি দেওয়া এখনো বাকি।
এখনো লেখা হয়নি সেরা কলাম কিংবা কবিতাটি।

হে প্রভু, তোমাকে ডাকার মতো করে এখনো ডাকা হয়নি,
জীবনের সেরা নামাজটি পড়া এখনো বাকি,
যে নামাজে তোমার দিদার ঘটে; তোমাকে দেখতে পাই, কিংবা তুমি দেখে নাও আমাকে, সেই নামাজটি পড়া হয়ে ওঠেনি এখনো।

হে মহাকালের স্রষ্টা, হাজারো কাজের ভিড়ে জেহাদ এবং জায়নামাজ আজও হয়ে ওঠেনি আমার জীবনের মৌল উদ্দেশ্যে।

আকাশের নীলিমায় কিংবা ফুলের সুরভিতে পৃথিবীকে সাজাতে আমার চেষ্টার এখনো নিদারুণ ঘাটতি।

হে অমুখাপেক্ষী বিচারক, কবরের বিষণ্ণতার ভয়ে আমি আড়ষ্ট। নিঃসীম অন্ধকারে আলো জ্বালাবার রসদ এখনো আমি অর্জন করতে পারিনি।
জীবনের সেরা প্রস্তুতি আমার এখনো বাকি।

আমার কোলে শুয়ে থাকা তের মাসের মিষ্টি মেয়েটি কেবল "বাবা" বলতে শিখেছে; ওর মুখে আরো অসংখ্য "বাবা" ডাক শোনা আমার এখনো বাকি।

বরিশালের নিভৃত গ্রামে আমার মায়ের তাজবী পড়া এখনো বাকি,
জায়নামাজে দুহাত তুলে সন্তানদের জন্য তাঁর অবিরাম দোয়া শেষ হয়নি এখনো।

এই আমি আম্মা কখনো অসুস্থ হলে কতবার জায়নামাজে লুটিয়ে পড়ে তোমার করুণা চেয়েছি মাবুদ, তাকে এখনো বলা হয়নি।
আম্মাকে "আপনিই আমার পৃথিবী" বলা এখনো বাকি।

"তুমি নিজেই যার পুরস্কার" এমন রোজাটি এখনো রাখা হয়নি,
কোরআনের শব্দগুলোর অর্থ বোঝা এখনো বাকি।
"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক" ধ্বনি এখনো উচ্চারিত হয়নি,
বাকি এখনো তোমার নবীর রওযা জিয়ারত।

পাপের জীবন। তোমার কাছে ক্ষমা চাওয়া এখনো বাকি।
বাকি তওবার মতো তওবা করা।

মাবুদ, এভাবে নিও না। আসন্ন রমজানের কসম!
আমি আবার মসজিদে গিয়ে তোমার আয়াত শুনতে চাই।
আমি আবার সেহরির আগে জায়নামাজে লুটিয়ে পড়ে কাঁদতে চাই ।
চাই তোমার কোরআনের আরো কিছু আয়াতে হৃদয় রাঙাতে।

হে মহা ক্ষমতাধর, আমরা তো বুঝে নিয়েছে তোমার বার্তা।

হে করোনার স্রষ্টা, আমরা প্রত্যক্ষ করেছি আমাদের ক্ষুদ্রতা, যাবতীয় মিথ্যে অহংকার।

আমাদের আর একটি বার সুযোগ দাও,
আমরা পরিশুদ্ধ হই।

আবার ফিরে যাই ক্লাস রুমে,
দাঁড়াই বক্তৃতার মঞ্চে।

নামাজ পড়ি নামাজের মতো।

তোমাকে চিনে নিই, যেমন করে চিনে নিলে তুমি খুশি হও!

লেখক: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান।

লেখা: ফেসবুক থেকে সংগৃহীত

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬