ঢাবিতে তিক্ত অভিজ্ঞতা!
- ফারুক হাসান
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৪:৩১ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের ছাত্রলীগ নেত্রীরা হলের জুনিয়রদের জোর করে সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় নিয়ে যাচ্ছেন। এতে কোন শিক্ষার্থী যেতে না চাইলে তাকে হল থেকে বের করে দেওয়ার হুমকি ধামকিও দেওয়া হচ্ছে।
হলের জুনিয়র মেয়েরা সবথেকে বেশি অসহায় এ বিশ্ববিদ্যালয়ে, কারণ তারা কার কাছে অভিযোগ দেবে...? হলের প্রভোস্ট, প্রক্টর, ভিসি এরা এযাবতকালের সবথেকে বড় আওয়ামীলীগার। ছাত্রলীগ আ'লীগের থেকেও জঘন্য বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতবারের সিটি নির্বাচনে আমরা তখন ক্যাম্পাসে জুনিয়র। প্রতিদিন হল ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি আমাদের প্রচারণায় নিয়ে যেতো, আর না গেলে কি হতো তা তো সবাই জানেনই...
হয় আবরার হতে হতো, আর বেঁচে গেলে হতে হতো শিবির! অবাক হলাম যখন শুনলাম আমার বোনদের জোর করে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনী প্রচারণায়, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের।
আমি ধিক্কার জানাই এমন ছাত্রলীগকে যে ছাত্রলীগ আমার বোনদেরকেউ জোর করে ছাত্রলীগের দলীয় মিটিং মিছিলে নিয়ে যায়। যে ছাত্রলীগ আবরারের মায়ের বুক খালি করে, শিক্ষাঙ্গনগুলোতে সেই ছাত্রলীগের প্রয়োজন নেই।
লেখক: যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ