ঈদের দিন ভোট হলে কেমন হয়?
- ডক্টর তুহিন মালিক
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ১২:০২ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৯ PM
আমাদের ঈদের দিন ভোট হলে কেমন লাগবে? তখনও কি ইসি সচিব আজকের মত একথাটা বলতে পারবেন, “নির্বাচন ও ‘ঈদ’ (বলেছেন ‘পূজা’) একসঙ্গে হবে। রংপুরের ভোটও ‘ঈদের’ সময়ে (বলেছেন ‘পূজার সময়ে’) হয়েছে। এবারও তা হতে কোনো অসুবিধা নেই।”
আসলে নির্বাচন কমিশন হয়ত জানেই না যে, তারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান।এ কারনে হয়ত তারা সরকারের আজ্ঞাবহ হয়ে থাকতেই বেশী স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর কোন আদালতই তার নাগরিকের ধর্ম পালনের অধিকারের চাইতে বেশী বড় হতে পারে না। এই নিরংকুশ অধিকার জনগনকে তার সংবিধানই দিয়েছে। প্রহসনের নির্বাচন কিংবা আগের রাতের নির্বাচন যেমন অসাংবিধানিক। পূজার দিনে ভোটও তেমনি অসাংবিধানিক। আশ্চর্য, ইসি কি করে বুক ফুঁলিয়ে বলতে পারে, “নির্বাচন ও পূজা একসঙ্গে হবে। রংপুরের ভোটও পূজার সময়ে হয়েছে।” কথার মধ্যে সামান্য রেসপেক্ট পর্যন্ত নাই! [ফেসবুক থেকে]
লেখক: আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ