যেসব কারণে কোনো ক্ষতি হয় না রোজার

০৮ মে ২০১৯, ০২:৩৯ PM

© সংগৃহীত

আজ পবিত্র রমজানের দ্বিতীয় দিন। রমজানে রোজা রাখার পর বেশ কিছু বিষয়ে অনেকেরই সন্দেহ থাকে। বৈধ কিছু কাজও নিশ্চিতভাবে না জানার কারণে তা থেকে বিরত থাকা হয় আমাদের। রোজা থাকা অবস্থায় যেসব কাজ করার পরও রোজার কোনও ক্ষতি হয় ন তা তুলে ধরা হলো নিচে-

১. মিসওয়াক করা।

২. ঘুমে স্বপ্নদোষ হওয়া।

৩. অনিচ্ছাকৃত বমি হওয়া

৪. ঠাণ্ডার জন্য গোসল করা।

৫. শরীর বা মাথায় তৈল ব্যবহার করা।

৬. চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা।

৭. নিজ মুখের থুতু ও কফ জমা না করে গিলে ফেলা।

৮. আতর, সুগন্ধি ব্যবহার করা বা ফুল ইত্যাদির ঘ্রাণ নেয়া।

৯. স্বাভাবিক যে কোনো ধরনের ইনজেকশন নেয়া। তবে শক্তিবর্ধক ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে।

১০. ভুলক্রমে পানাহার করা। কোনো খাবার বা পানীয় ভুলে খেয়ে নিলে রোজা ভাঙবে না। তবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে দিতে হবে।


সূত্র: রদ্দুল মুহতার ও দুররে মুখতার: ২/৩৯৪

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২২ হাজার, উদ্ধার বিপুল আগ্নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
যাত্রাবাড়ীতে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা স…
  • ২৫ জানুয়ারি ২০২৬