নোয়াখালী বিভাগ গঠনের দাবি এখন সময়ের অনিবার্য ডাক

সাইফুর রহমান সাইফ
সাইফুর রহমান সাইফ  © সংগৃহীত

নোয়াখালী বিভাগ গঠনের দাবি এখন আর কেবল একটি প্রশাসনিক পুনর্বিন্যাসের বিষয় নয়, এটি দক্ষিণ-পূর্ব উপকূলবর্তী জনমানুষের হৃদয়ের আর্তি, উন্নয়নের স্বপ্ন, এবং নিজেদের পরিচয় ও মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নে এক প্রাণের দাবিতে রূপ নিয়েছে।

ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে নোয়াখালী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অঞ্চল। দীর্ঘ ইতিহাসে এ জেলার মানুষ কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যে রেখেছে অগ্রণী অবদান। এ অঞ্চলের মাটি যেমন উর্বর, মানুষ তেমনি পরিশ্রমী ও প্রতিভাবান। কিন্তু সেই নোয়াখালী বারবার উন্নয়ন ও প্রশাসনিক অগ্রাধিকার থেকে বঞ্চিত হয়েছে।

বর্তমানে সরকারি প্রশাসনিক কার্যক্রম, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা বা ব্যবসায়িক প্রয়োজনে নোয়াখালীর মানুষকে ছুটে যেতে হয় কুমিল্লা কিংবা চট্টগ্রামের মতো দূরের শহরে। এতে সময়, অর্থ এবং দুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত। বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, হাতিয়া, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর, সোনাইমুড়ী ও চাটখিলের মতো প্রত্যন্ত উপজেলা ও চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।

নোয়াখালীকে বিভাগ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে যেমন প্রশাসনিক কাঠামো বিকেন্দ্রীকরণ হবে, তেমনি ঢাকাগ্রস্ত কেন্দ্রিকতার বোঝাও কমে আসবে। উন্নয়ন আসবে প্রান্তিক পর্যায়ে। নতুন বিভাগ গঠিত হলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হবে, স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন ঘটবে জনগণের দোরগোড়ায়।

এছাড়া, নোয়াখালী বিভাগ গঠনের মধ্য দিয়ে এই অঞ্চলের জনগণ নতুন করে নিজেদের মর্যাদা, আত্মপরিচয় ও অধিকার ফিরে পাবে। এই দাবি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং এটি কোটি মানুষের যৌক্তিক ও বাস্তব দাবির প্রতিফলন।

এজন্য এখন সময় এসেছে সরকার ও নীতিনির্ধারকদের এ দাবি আমলে নেয়ার। ‘কুমিল্লা চাই না, নোয়াখালী বিভাগ চাই’ — এ স্লোগান শুধু প্রতিবাদ নয়, এটি এ অঞ্চলের মানুষের যুগান্তকারী ঐক্যের বহিঃপ্রকাশ।

একটি স্বতন্ত্র প্রশাসনিক অঞ্চল হিসেবে নোয়াখালী বিভাগ গঠন এখন সময়ের দাবি, উন্নয়নের দাবি, এবং এই অঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি।

চলো আমরা সবাই একসাথে বলি —‘উন্নয়নের স্বার্থে, মানুষের দাবিতে — নোয়াখালী বিভাগ চাই!’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence