হারিয়ে গেছে ঈদের সেই আমেজ
- সামিয়া আক্তার
- প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ১২:১৫ AM
একসময় ঈদুল ফিতর ও ঈদুল আজহা মানে ছিল প্রানের উৎসব। ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে যে আনন্দের ঢেউ উঠত তা ছড়িয়ে পড়তো শিশু থেকে বৃদ্ধ সবার হৃদয়ে। ঈদুল ফিতরে নতুন পোশাক, আতর, সেমাইয়ের ঘ্রান আর আত্মীয়স্বজনদের সঙ্গে একসাথে কাটানো সময়, কোরবানির পশু নিয়ে বাচ্চাদের উচ্ছ্বাস, হাটে যাওয়া, পশুদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, কোরবানির মাংস ভাগাভাগির আনন্দ –সবই ছিল উৎসবের অংশ।
কিন্তু এখন? ছোটদের মাঝে নেই আগের মতো সেই উচ্ছ্বাস। মোবাইল, ইন্টারনেট আর ভার্চুয়াল জগতের মধ্যে তারা হারিয়ে যাচ্ছে। পরিবারগুলোও এখন আর একসাথে বসে সময় কাটায় না। আত্মীয়স্বজনের খোঁজ নেওয়া, বাড়ি গিয়ে দেখা করার চেয়ে অনেকেই এখন ‘ঈদ মোবারক’ লিখে মেসেঞ্জারে দায়িত্ব শেষ করেন। কোরবানির ঈদেও এখনকার বাচ্চাকাচ্চা কেবল পশুর সঙ্গে ছবি তোলে, কিন্তু তার বাস্তব কোনো অভিজ্ঞতা নেই।
এই চিঠির মাধ্যমে আমি শুধু আক্ষেপ জানাতে চাই না, বরং সবার প্রতি একটি ছোট্ট একটি অনুরোধ— আসুন আমরা আবার চেষ্টা করি ঈদকে ‘আমাদের ঈদ-উৎসব’ করে গড়ে তোলার। প্রযুক্তি থাকুক, আধুনিকতা থাকুক, তবে তার মাঝেও যেন সম্পর্ক, ভালোবাসা আর আন্তরিকতার সেই পুরোনো রূপটা ফিরে আসে। নয়তো ঈদ থাকবে গতানুগতিক সেই ক্যালেন্ডারে, হৃদয়ে নয়।
লেখক:
সামিয়া আক্তার,
ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট,
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।