কথা দিচ্ছি বাবা, তোমার বিশ্বাস নষ্ট করবো না

১৮ জুন ২০২৩, ০৯:৪৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
মামুনুর রশিদ

মামুনুর রশিদ © সংগৃহীত

বাবা তুমি কি জানো? বাইরে কত উঞ্চ তাপমাত্রা! আর তুমি জানতে পারবাই বা কোথা থেকে, তুমি হয়তো মাঠে কাজ করতেছো। বাবা, তুমি কি দুপুরের খাবার খেয়েছো? খাওয়ার সময়টা মনে হয় আজকে এখনো হয়ে উঠে নাই। বাবা, আজ এত প্রচন্ড রোদ থেকে একটু ক্লান্তি মেঠানোর জন্য তুমি কি ফ্যানের বাতাস দিয়ে কি তোমার গাঁ জুরিয়েছো? গাঁ জুরাবাই বা কোথা থেকে গ্রামে যে পরিমাণ লোডশেডিং হয়!

এসব তো বাদই দিলাম, আমাদের কথা মনে হলে তোমার এগুলো স্বাভাবিকই মনে হয়, তাই না বাবা! বাবা এই গরমের মধ্যে তোমার কি একটুও ফ্রিজের কোমল পানি, যেমন সেভেনআপ বা এনার্জি স্যালাইন খেতে ইচ্ছে করে নাই? করবেই বা কোথা থেকে, তুমি যে বিলাসিতা পছন্দ কর না।

বাবা, তুমি কি জান আজ তোমার জন্য কতটা কান্না করেছি? আর তুমি জানবাই বা কোথা থেকে, আমি যে তোমার কাছ থেকে ১৮০ কিলোমিটার দূরে। বাবা, আজকের আগে যতদিন কান্না করেছি হয়তো মা, না হয় তুমি সান্ত্বনা দিয়েছো। কিন্তু আজ যখন ভার্সিটি থেকে আসার সময় যে এই রোদের প্রখরতায় অনুভব করে আমার মনে হল তুমি এই রোদের মধ্যে মাঠে কাজ করতেছো—তাই তোমার কথা অনেক মনে পড়ছে।

রুমে এসে অনেক কান্না করেছি। তুমি তো জান না কেউই ছিল না সান্ত্বনা দেওয়ার জন্য। নিজেকে শূন্যতার মধ্যে আবিস্কার করলাম। তখন নিজেকে তোমার সেই কথাগুলো যা তুমি সবসময় বলতে যে, বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করাইতেছি মানুষের মত মানুষ হও। এই কথাগুলো দিয়ে নিজেকে শান্ত করলাম।

বাবা তুমি যা উপার্জন করতেছো সবটুকুই আমাদের জন্য ত্যাগ করতেছো। নিজের জন্য কি একটুও ভালো কিছু করার ইচ্ছে জাগে নাই। বাবা, ভার্সিটিতে যখন কেউ জিজ্ঞেস করে, তোমার বাবা কি করেন? তখন আমি গর্বের সাথে বলি আমার বাবা একজন কৃষক।

আরও পড়ুন: বিশ্ব বাবা দিবস আজ, যেভাবে এসেছে

বাবা সত্যিই তুমি আমার জন্য অনুপ্রেরণা। বাবা, তুমি কত কষ্ট করে আমাদের পড়াশোনা খরচ বহন করতেছো। বাবা তুমি জানো না, তোমার ছেলে এখানে কি করছে। তবুও তুমি ১৮০ কিলোমিটার দূরে বসে থেকে আমার জন্য টাকা পাঠাচ্ছ। এটা কোন সময় সম্ভব, যখন একটা ছেলের প্রতি বাবা আত্মবিশ্বাস থাকে।

বাবা আমি কথা দিচ্ছি তোমার আত্মবিশ্বাস আমি নষ্ট করবো না। বাবা, তুমি দোয়া কইরো তোমার ছেলে একদিন ভালো কিছু করবে। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা, তোমাকে আজ আমার এই মুহুর্তে জড়িয়ে ধরতে অনেক ইচ্ছা করছে।কিন্তু সম্ভব না, কারণ তুমি যে আমার কাছে থেকে ১৮০ কিলোমিটার দূরে। 

আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, মাকেও আমার সালাম দিও ছোট ভাই বোনদের পড়াশোনা দিকটাও খেয়াল রাইখো। 

লেখক: শিক্ষার্থী, গনিত বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬