শওকতের পুলিশের চাকরিটাই করা উচিত ছিল

শওকত হোসেন
শওকত হোসেন  © ফাইল ছবি

মানবিক পুলিশ শওকতকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। 

শওকত যখন পুলিশের চাকরি করছিলেন তখন তার শুধু পুলিশের চাকরিটাই করা উচিত ছিল। আর যখন মানবিক কাজ করতে নেমেছিলেন  তখন তার পুলিশের চাকরি বাদ দিয়ে শুধু মানবিক কাজটাই করা অনিবার্য হয়ে উঠেছিল।

যার যেটা কাজ সে কাজটাই ভালোভাবে করলে দেশটা সমৃদ্ধ হতো। শওকত তার চাকরিতে অনুপস্থিত থেকে যে কাজটা করছিলেন সেটা আসলে তাঁর করা উচিত ছিল না।

আরও পড়ুন: যে অভিযোগে চাকরিচ্যুত হলেন মানবিক পুলিশ শওকত

সেটা করতো অন্যরা; মানে যাদের দায়িত্ব তারা করছিল না বলেই শওকত এগিয়ে গিয়েছিলেন- এক সময়ে সেটাকেই ধ্যানজ্ঞান করেন।

যাহোক, এখন সিভিলিয়ান শওকত প্রকৃতপক্ষেই মানুষের জন্য নিজেকে উৎসর্গ করুন, কাজ করুন; দৃষ্টান্ত তৈরি করুন।

লেখক: গণমাধ্যমকর্মী


সর্বশেষ সংবাদ