দুপুরে ভর্তি হাসপাতালে, বিকেলে মারা গেলেন মেডিকেলছাত্রী মেহজাবিন

মাগুরা মেডিকেল কলেজের তৃতীয় বার্ষের ছাত্রী মেহজাবিন নির্জনা
মাগুরা মেডিকেল কলেজের তৃতীয় বার্ষের ছাত্রী মেহজাবিন নির্জনা  © সংগৃহীত

মাগুরা মেডিকেল কলেজের তৃতীয় বার্ষের এক ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মেহজাবিন নির্জনা (২২) নামে ওই ছাত্রী মাগুরা ২৫০ শয্যাবিষ্টি সদর হাসপাতালে শুক্রবার বিকেলে (২৬ আগস্ট) মারা যান।

মেহজাবিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লন্ডা গ্রামের খবির উদ্দিন ও মানজেরা বেগমের মেয়ে। মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় একটি ছাত্রীনিবাসে থেকে মাগুরা মেডিকেলে পড়তেন তিনি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় মেহজাবিন। বিকেল পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল সে। মৃত্যুর আগে তার শরীর রক্ত শূণ্য হয়ে পড়েছিল। তার বাবা-মা জানিয়েছেন, মেহজাবিন আগে থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, মেহজাবিনের মরদেহ মর্গে রয়েছে। মেয়ের মৃত্যু নিয়ে বাবা-মা অভিযোগ দেননি। তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


সর্বশেষ সংবাদ